
সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী হেরোইন পাচারের দায়ে রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আইয়ুব আলী (৩৭)। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামে তার বাড়ি। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২০২১ সালের ৬ ডিসেম্বর জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে আইয়ুবকে ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর থেকেই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বৃহস্পতিবার তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.