সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
বড়গাছা ইউনিয়নে চামটা গ্রামের পূর্ব পাড়ার বিথীন্দ্র নাথ সরকারের আরএস ৩৮১ নং খতিয়ানভুক্ত জমির উপর দিয়ে রাতের আঁধারে ৩ পরিবারের ৬ ব্যক্তি জোর পূর্বক রাস্তা তৈরি করার নীল নকশার তাই তারা করিতেছে। তাদের সাথে কথা বলে জানা যায় ইউপি চেয়ারম্যান মো আব্দুল মার্কিন এর নির্দেশে তারা রাস্তা তৈরি করবে।
এই সব ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যে কোন আবাদী জমির উপর দিয়ে নতুন রাস্তা তৈরি করা কঠোর ভাবে নিষেধ থাকা সত্ত্বেও সেখানে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তার সহযোগী মোঃ খায়র ইসলাম ও মহিলা মেম্বার মোছাঃ মেরিনা খাতুন এবং প্রতিপক্ষ ৬ জনসহ আরো লোকজন একত্রে জোর পূর্বক তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে নতুন করে রাস্তা তৈরি করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এমন কি ঐ রাস্তা তৈরি করার জন্য রাতের আঁধারে অন্যস্থান থেকে মাটি নিয়ে এসে ভরাট করিতেছে। জমির প্রকৃত মালিক বিধীন্দ্র নাথ সরকার ক্রয় সূত্রে দাগ নং-১৬৩৫ জমিটি নিজ দখলে ভোগ দখল করিয়া আসিতেছে।
এমতবস্থায় গত ১২/০৫/২০২৩ইং তারিখ শুক্রবার প্রতিপক্ষ বিকাশ চন্দ্র অগ্রজর, সুৰাস সরকার, সন্তোষ কুমার সরকার, উত্তম সরকার, উৎপল সরকার ও প্রদীপ কুমার বিশ্বাস সহ আরও তাদের দলবল ১০/১২ জনকে নিয়ে গায়ের জোড়ে জোড় পূর্বক সম্পত্তির উপর নিয়ে ৬ ফিট প্রস্থ্য ৩০০ ফিট দৈর্ঘ্যের একটি রাস্তা তৈরি করিতে শুরু করিলে বিথীন্দ্র নাথ সরকার স্ব-শরীরে ঐ স্থানে গিয়ে বাধা-নিষেধ করিলে প্রতিপক্ষগণ উগ্র হইয়া কোদাল, লাঠিসোঠা,শাবল, হাইস্যা ইত্যাদি লইয়া জমির মালিককে খুন জখম করিতে আগাইয়া গেলে প্রাণ ভয়ে চিৎকার করে দৌড়ে পালাইয়া গিয়া প্রাণে রক্ষা পায়।
তৎসঙ্গে তারা হুমকি প্রদান করে যে, এরপর এলে প্রাণে মেরে ফেলা হবে এবং যে করেই হউক রাস্তা নির্মাণ করা হবে। প্রয়োজনে তাকে এখানেই খুন করে তার উপর দিয়ে বাস্তা তৈরি করা হবে। ঐ জায়গায় কখনই কোন রাস্তা ছিলোনা, বর্তমানে এ নাই এবং রাস্তা নির্মাণের সরকারি কোন নকশা ও কোন অনুমোদন পর্যন্ত নাই। ঐ জমি আবাদী জমি এবং ঐ জমিতে চাষআবাদ করে সে জীবিকা নির্বাহ করে থাকে। অতএব প্রশাসন সহ সরকারি সকল প্রকার উর্ধতন কর্মকর্তাদের প্রতি বিনীত আবেদন ঐ জমিতে কোন ক্রমেই যেন রাস্তা তৈরি করতে না পারে সেক্ষেত্রে অতিব জরুরী ভিত্তিতে সর্বপ্রকার বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো যাইতেছে ৷

