
নিউজ ডেস্কঃ
ইতালিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘর ছেড়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।
গত দেড়দিনে দেশটিতে যে বৃষ্টি হয়েছে, তা গত ৬ মাসেও হয়নি। বৃষ্টির কারণে ২০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে। বিভিন্ন জায়গায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির রাভেনা শহর। শহরটির মেয়র মিশেল ডি পাসকেল জানান, বর্তমান পরিস্থিতি গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ। স্থানীয়দের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। দেশটির জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।খবরঃবিবিসি
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.