
শাহাদাৎ হোসেন (শরণখোলা) বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা থান পুলিশ অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাজা সহসবুজ নামের এক যুবককে আটক করেছে। গত ১৮ মে রাত ৯টার দিকে উপজেলারপঁাচরাস্তা মটর সাইকেল স্টান্ড থেকে যুবককে আটক করা হয়।
শরণখোলা থানা সূত্রে জানা যায়, উপজেলার পাঁচরাস্তা মটর সাইকেল স্টান্ড থেকেগাজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের অফিসারইনচার্জ তদন্ত সুব্রত কুমার সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায়অভিযান চালায়।
এ সময় উপজেলার গোলতবুনিয়া এলাকার বাসিন্দা নুরুলআমিনের পূত্র সবুজ (১৯) নামের এক যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাসী করে ৪০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করে .থানায় নিয়ে যায়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিতকরে বলেন, তার বিরুদ্ধে মামলা করা সহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.