
সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়া নামের এক মহিলাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা,ভুক্তভোগী মায়া বেগম জানান আমারা ব্যবসায়ী এবং আমার রাজশাহী আরডিএ মার্কেটে মায়ের দোয়া বস্ত্র বিতান" নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
অভিযুক্ত মোঃ গোলাম জাকির ও ভাসনুভা ফেরদৌস শাহী রাজশাহীর প্রতারকচক্রের সদস্য ও তারা দুর্ধর্ষ প্রকৃতির। আসামী ভাসনুভা ফেরদৌস শাহী আমার পূর্ব পরিচিত এবং সে আমাকে ধর্ম মা পাতায় তারপর সে তার নিজ বাড়ী বিক্রয়ের প্রস্তাব দিলে আমি তার বাড়ী ক্রয় করতে রাজি হই। সে তার নিজ বাড়ীর বিক্রয় মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা নির্ধারন করে গত ১০/০৪/২০২২ ইং তারিখে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে বায়নানামা সম্পাদন করে আসামী আমার কাছ থেকে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা তার বাড়ী বিক্রি বাবদ অগ্রীম গ্রহন করেন।

আসামী ভাসনুভা ফেরদৌস শাহীর স্বামী মোঃ গোলাম জাকিরের ব্যবসায়িক কারণে নগদ অর্থের প্রয়োজন দেখা দেওয়ায় এবং অন্য কোন উপায়ে টাকা সংগ্রাহ করতে না পারায় আমার স্বামী সাক্ষী মোঃ শরিফুল ইসলাম নিকট হতে গত ৩১/০৮/২০২২ ইং তারিখে পরবর্তী ০৩(তিন) মাসের মধ্যে ফেরত প্রদানের অঙ্গীকার করে নগদ ২৪,৫০,০০০/- (চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণ হিসাবে গ্রহণ করেন।
অতঃপর আসামী ভাসনুভা ফেরদৌস শাহীর পূবালী ব্যাংক লিমিটেড রাজশাহী শাখায় লোন পরিশোধের বিশেষ প্রয়োজনে আসামী মোঃ গোলাম জাকির আমার নিকট হতে আবারও গত ০৬/১০/২০২২ ইং তারিখে পরবর্তী ০৩(তিন) মাসের মধ্যে ফেরত প্রদানের অঙ্গী করে নগদ ৪৪,৫৩,০০০/- ( চুয়াল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা ঋণ হিসাবে গ্রহণ করেন।
ভুক্তভোগী মায়া বেগম জানান, গ্রহনকৃত টাকা পরিশোধের জন্য আমার স্বামী পরবর্তীতে তাকে ফোন করলে টাকা দিবে বলে ডেকে নিয়ে যেয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী বুঝতে পারায় দুর্বৃত্তরা ঘটনা স্থান থেকে পালিয়ে যায় ।
পরে পুলিশকে ফোন দিয়ে এলাকাবাসী জানালে পুলিশ ঘটনা স্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে, পরবর্তীতে মায়া বেগমের স্বামী বাদী হয়ে বোয়ালিয়া থানাতে একটি মামলা দায়ের করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.