
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে চুরি হওয়া মালামালসহ আন্তঃজেলা পিচ্চি সহ কুখ্যাত চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ, রবিবার(২১মে) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তারা সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিং’এ বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর,
গ্রেফতারকৃতরা হলো জেলা শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চি(৩১) রেজাউল হক বাদল ওরফে রেজবুল(২৯), রোমান ইসলাম ওরফে রুমন(২২) ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মোঃ আলিফ(২৪)। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের সবার নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে বিকালে সদর থানায় প্রেস ব্রিফিং এ বিষয়টি তুলে ধরা হয়।
পুলিশ জানায়, গত ১৩ মে শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের তিনতলা বিশিষ্ট বাড়িতে তালা ভেঙ্গে বাড়ির বিভিন্ন মালামাল চুরি হয়, এঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়, এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, এলইডি টিভি, দুইটি মোটর পাম্প, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম, জানান, বিভিন্ন থানায় আসামী শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চির বিরুদ্ধে ১৭টি ও রেজাউল হক বাদল ওরফে রেজবুলের বিরুদ্ধে, ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.