
স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ মে ২০২৩ ইং তারিখ দুপুর ০২:৪০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস ফুলতলা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৩৯ টি ইয়াবা যার মূল্য আনুমানিক ৬৯,৫০০/-(উনসত্তর হাজার পাঁচশত) টাকাসহ ০২ জন আসামি ১) মোঃ আলফাজ (২৫), পিতা-মোঃ মাসুদুল হক এবং ২) মোঃ মুন্না (৩৮), পিতা-আব্দুল কুদ্দুস, উভয় সাং-আডুয়াপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব উল্লেখ করেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.