
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পুঠিয়ার শিবপুর স্কুল মাঠে বিএনপির জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ জামালপুরে জেলা বিএনপির সমাবেশে একই ধরনের বক্তব্য প্রদান করায় আরও ৭ জনের বিরুদ্ধে জামালপুরে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মঙ্গলবার বিকালে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, 'বিএনপির জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি সন্ত্রাসী কাজের মধ্যে পড়ে। চাঁদ একবার নয় দুইবার প্রধানমন্ত্রীকে কবরে পাঠাতে চেয়েছে। ইতিমধ্যে তার বিতর্কিত বক্তব্যটি ভাইরাল হয়ে মানুষের হাতে হাতে। আবু সাঈদ চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। আমার কাছে এটা অপরাধ মনে হয়েছে। একারণে মামলা দায়ের করেছি।'
মামলার বাদী পক্ষের আইনজীবী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘বিএনপি কখনই চায় না এদেশের ভালো হোক। দেশটি এগিয়ে যাক, উন্নত হোক। তাই তারা বার বার দেশের ক্ষতি হোক, এদেশের সুযোগ্য নেত্রীর ক্ষতি হোক এটাই চায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও একটি আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে এমন হিংস্র মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাই এবং একই সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করা হোক; এটাই আমার দাবি।’
তিনি আরও বলেন, যে কোন সময় ও যেকোন অজুহাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে পারে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের ৪ ও ৫ ধারায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমনের বিজ্ঞ বিচারক সাবিনা ইয়াসমিন অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে দুই কার্য দিবসের মধ্যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
এসময় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অর্ধ শতাধিক আইনজীবীবৃন্দ, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন আবু সাইদ চাঁদ। সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই, এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।'
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.