সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. নূর আলম শেখ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় দেন।
রাজবাড়ীর নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজা পাওয়া মো. নুর আলম শেখ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর মাজার পাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ মার্চ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জুট মিল এলাকায় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই আনোয়ার হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ নুর আলমকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ সাইফুল হক বলেন, নুর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ রায়ে বাদি পক্ষ সন্তষ্ট।

