সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন, কালুখালী উপজেলার কমরপুর গ্রামের শেফালী বেগম (৩২) ও সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে বিজয় শেখ (১৬)।
এদের মধ্যে গৃহবধূ শেফালি বেগম ভেজা হাতে টেলিভিশনের সুইস খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোসল শেষে বাড়ি ফিরে ভেজা হাতে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যায় শেফালীর শরীর। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। এদিকে রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয় কলেজ ছাত্র বিজয় শেখ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

