সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশা চাকায় পিষ্ট হয়ে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ২২ মে) সকাল ১০টায় উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাসড়া মাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানা যায়।
উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রাফি। সে বাড়ির পাশে ডোয়াইল-মাজালিয়া সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুত গামী ব্যাটারি চালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।
এ ব্যাপারে এস আই শিব্বির আহম্মেদ , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

