
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)'র পাইকগাছা উপজেলা কমিটির এক জরুরী সভা ২৪ মে (বুধবার) সন্ধ্যায় কপিলমুনি নিউজ প্লেসে অনুষ্ঠিত হয়েছে। বিএমএসএস'র এর পাইকগাছা উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান, সহকারী সম্পাদক মানছুর রহমান জাহিদ, উপজেলা সহ সভাপতি জি,এম আসলাম হোসেন, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান।যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- শেখ সেকেন্দার আলী, এইচ এম এ হাশেম, মিলন দাশ, আসাদুল ইসলাম আসাদ, এস কে আলীম, কাজী সোহাগ প্রমূখ।
উল্লেখ্য: সংগঠনকে গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে আগামী ২রা জুন সন্ধ্যায় কপিলমুনি নিউজ প্লেসে পরবর্তী বর্ধিত সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.