ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মোটর সাইকেল সহ ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বুধবার (২৪মে) লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের নির্দেশে,মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকায় বিকেল সাড়ে ০৩ দিকে এস আই মিজানুর রহমান,এস আই আইয়ুব হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।পুলিশ এসময় মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার মৃত আঃ রশিদের পুত্র কুখ্যাত মাদক ব্যাবসায়ী ইউপি সদস্য হারুন অর রশীদের বাড়ী ঘেড়াও করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ১৷ আঃরশীদ ও (ডাকুর খামার) মহিষ খোচা ইউনিয়নের মৃত মহুবার রহমানের পুত্র ২৷মোঃরুবেল মিয়া এপ্যাচি আরটিআর (১৫০সিসি) মটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে,পুলিশ ধাওয়া করলে মটর সাইকেল ফেলে আসামীরা পালিয়ে যায়।মটর সাইকেলটি উদ্ধার করে তল্লাশী করলে সিটের নীচে বিশেষ ভাবে রক্ষিত ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নীল রংয়ের এপাচ্যি মটরসাইকেল জব্দ দেখিয়ে, পলাতক দুই আসামীর বিরুদ্ধে মাদক নির্মূল আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৩(গ) ৩৮/৪১ধারা মোতাবেক মামলা আদিতমারী থানায় রুজু করে পুলিশ।মামলা নং ২৭ ,তারিখ ২৪মে ২০২৩ আদিতমারী থানা লালমনিরহাট।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন,একটি নীল রংয়ের মোটর সাইকেল থেকে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে,আসামী পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে মাদক নির্মূল আইনে মামলা রুজু করা হয়েছে,পলাতক আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।