সম্পাদক

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের নান্দাইল হতে থানা পুলিশ উপজেলার মোয়াজ্জেমপুরের কামালপুর এলাকা থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে। স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ি থেকে গত (২৫ মে) বৃহস্পতিবার বিকালে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ এস পি সার্কেল গৌরিপুর মোঃ সুমন মিয়া এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং তিনি আরও জানান, ২৫ মে বেলা অনুমান ১১.৪০ ঘটিকার সময় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের গিয়াস উদ্দিন এর বাড়িতে চোরাই গরু রাখা আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই পূর্ণ চিছামের নেতৃত্বে তার সঙ্গীয় এএসআই মোঃ সাইফুল সহ কনস্টেবল শাহজাহান ও রকিবুল হাসান ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার বেলা অনুমান ১২.৩০ মিনিটের সময় কামালপুর গ্রামের গিয়াস উদ্দিন’র বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামালপুরের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হাবেল মিয়া পাবেল ও একই এলাকার বাসিন্দা মৃত- মমতাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শফি পালিয়ে যায়। গোপন তথ্য ও স্থানীয় লোকজনের দেখানো মতে গিয়াস উদ্দিন’র বাড়ি থেকে ৩টি গাভী, ০৩টি ছোট বকনা এবং ০৩টি ছোট বাচ্চুর গরু সহ মোট ০৯টি ছোট বড় বিভিন্ন রঙের গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গিয়াস উদ্দিন কোন সঠিক তথ্য দিতে পারেনি বলেও জানান তিনি।

পুলিশের হাতে আটক গিয়াস উদ্দিন জানায়, তাহার ছেলে পাবেল এবং শফি গরু গুলো নিয়ে এসেছে।
স্থানীয় লোকজন জানায়, পাবেল ও শফি সহ অজ্ঞাতনামা কয়েকজন বিভিন্ন এলাকা থেকে চুরি ও চোরাইকৃত গরু গিয়াস উদ্দিন’র বাড়িতে রাখে দীর্ঘদিন যাবৎ কেনা/বেচা করছে।

এসআই পূর্ণ চিছাম জানায়, বেলা ৩.৩০ মিনিটের সময় বর্ণিত গরু গুলো জব্দ করে থানা হেফাজতে নিয়া আসা হয়েছে। নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ৯টি গরুর মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। বাড়ির মালিক গিয়াস উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে। আইন গত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।