
মো. সেলিম মিয়া ,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের নাম ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। ঘোষণাকৃত তালিকায় মাদ্রাসা ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধুরধুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ।
গত ২৩ মে ময়মনসিংহের জেলা শিক্ষা অফিসার (অ.দ.) মোহছিনা খাতুন স্বাক্ষরিত এক ফলাফলে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগড়িতে আরও ৪ জনকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়। জানা যায় আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ ২০১৭ সালের জুলাই মাসে ধুরধুরিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ পদে যোগদান করে দায়িত্ব পালন আসতেছেন ।
নিবিড় পল্লীতে অবস্থিত জরাজীর্ন ও অত্যান্ত নাজুক অবস্থা থেকে নিজের সৃজনশীল দক্ষতা ও উন্নত চিন্ত চেতনা নিয়ে এ মাদরাসাকে সম্মানের পর্যায়ে নিয়ে এসেছেন। যার অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় অতি স্বল্প সময়ে পাবলিক পরীক্ষার ফলাফলে শীর্ষে মাদরাসাটির অবস্থান এবং শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে এবারের দাখিল পরীক্ষার্থী সংখ্যা ৭৩ জন। আমাদের সকলের প্রত্যাশা অধ্যক্ষ মহোদয়ের হাত ধরে আরো এগিয়ে চলুক আমাদের উপজেলার শীর্ষ পর্যায়ের এ শিক্ষা প্রতিষ্ঠানটি ।
অধ্যক্ষ আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ জানান, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি মাত্র। তবে জেলা পর্যায়ে আজকের এ শ্রেষ্ঠত্ব অর্জন গভর্নিং বডির সভাপতি, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতায় সম্ভব হয়েছে । উল্লেখ্য, তিনি উপজেলা পর্যায়ে তিনবার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.