
আশিকুর রহমান কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর -চিনাহালা রোডের মাঝপথের পূর্ব পাশে জলাশয়ের উপর নির্মিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি ঘর।
স্থানী সুত্রে জানা জানা যায়,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ অর্থায়নে সংস্কৃতিক মন্ত্রনালয় কতৃক এ ঘর নির্মাণ করা হয়।কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এই ঘর কখনোই ব্যবহার করেনি।
দীর্ঘ ২৬ বছর ধরে এই ঘর ও জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জলাশয়ের মাঝখানে বিধ্বস্ত ঘর" টিন নেই, লাপাত্তা, দেয়াল আছে শেওলায় আছন্ন। দরজা জানালা নেই, চারদিক পানি আর পানি। রাস্তার সাথে সঙ্গে নেই কোন সংযোগ। দেখার যেনো কেউ নেই।
এটা কি পরিকল্পনার ঘাটতি, নাকি বাস্তবায়নের ঘাটতি, নাকি কারও অবহেলা!? এ দায় কার প্রশ্ন জনগনের???
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.