
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে টয়লেটের ভিতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ, আজ শনিবার দুপুরে নীলফামারীর ডোমার রেলস্টেশনের একটি টয়লেটের দরজার ভেঙ্গে তাহেরুল ইসলাম (৫৫) নামে ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ। এসময় লাশ উদ্ধারে পুলিশ কে সহায়তা করে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত তাহেরুল ইসলাম ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের গনি স্কুল ডাংগা পাড়া এলাকার মৃত ফজল আলীর ছেলে ও একজন কাচামাল ব্যবসায়ী। এবিষয়ে ডোমার রেলস্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম বলেন আজ দুপুরে আমাদের রেলস্টেশনের একটি টয়লেটের দরজার ভেঙ্গে টয়লেটের ভিতরে পড়ে থাকা লাশ উদ্ধার করি। এসম আমাদের সহায়তা করেন ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা ।
তিনি আরো বলেন, টয়লেটে একজন গেলে তিনি দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেরে আমাদেরকে জানালে আমরা দরজার একটি ফুটো দিয়ে তাকে টয়লেটে পড়ে থাকাতে দেখি এবং পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কে বিষয় টি অবগত করি ।
এদিকে জিআরপি সৈয়দপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান এর সাথে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন টয়লেটের ভিতরে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।
নিহত তাহেরুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে কথা হলে তারা জানান তাহেরুল গতকাল শুক্রবার ব্যবসায়িক কাজের জন্য বিরামপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এবং রাতে তার সাথে আমাদের একবার কথাও হয়। আজ দুপুরে থানার মাধ্যমে জানতে পারি যে ওনি মারা গেছে । এদিকে ডেমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন স্টেশন মাস্টারের মাধ্যমে টয়লেটে পড়ে থাকা লাশের বিষয় টি আমরা জানতে পারি পরে সেখানে গিয়ে দেখি টয়লেট এর গেট ভিতর থেকে বন্ধ তখন আমরা ডোমার ফায়ার সার্ভিসের সহায়তায় বন্ধ দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করি এবং তার সাথে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। আর তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.