
মোঃ এস এম আবদুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের চড়বাখরা এলাকায় মাসিক স্বাস্থ্য বিধি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
রোববার (২৮ মে) বিকেলে কালাই সিডিপি চত্তরে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির আয়োজনে এই দিবসটি পালন করা হয়। কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ'র সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা: রোজি খানম, কালাই সিডিপির হেলথ অফিসার মরিয়ম ইয়াছমিন, মেডিক্যাল অফিসার ডা: আলমাস জাহিদ খান ও এফডব্লিউভি শিউলী আক্তার। দিবসটিতে জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০ জন নারী ও বিদ্যালয়মূখী শিক্ষার্থীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.