ওমর ফারুক

তপন দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে এক যুবক। আজ রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামালপুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

নিহত যুবক মোহাম্মদ সাজু ইসলাম (১৫) সৈয়দপুরের কয়ানিজ পাড়া এলাকায় বাসিন্দা জাবেদ আলীর পুত্র। সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আজ দুপুরে কয়ানিজ পাড়া এলাকার ৫ জন ছেলে মতির মোড়ের ঐ পুকুরে গোসল করতে নামেন , তারা পুকুরের পাহাড় থেকে লাফা লাফি করে পুকুরে গোসল করতে নামলে ৪ জন উপরে উঠে আসলে ও একজন উঠে না আসলে তার বন্ধুদের চিৎকার শুরু হয় এবং আমরা এসে পুকুরে তাকে ( সাজু কে) খুঁজতে নামলে আমরা তার লাশ না পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কে বিষয়টি অবগত করি এবং ফায়ার সার্ভিসের সদস্য এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করে ।

এবিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা খবর পাওয়া মাত্রা সেখানে উদ্ধার কাজে যোগ দেই এবং আমাদের সদস্যদের প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করতে সক্ষম হই।