সম্পাদক
নিউজ ডেস্ক:
দুই বাংলায় খ্যাতি কুড়ানো চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সবসময়ই তাকে সামনের সারিতে দেখা যায়।সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রে খুব শিগগিরই ‘দখিন দুয়ার’ সিনেমার মাধ্যমে নৌকা ব্যবসায়ী হয়ে পর্দায় আসছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। কয়েক মাস আগে এই সিনেমার কাজ শুরু করেছিলেন ফেরদৌস।
সিনেমাটি নির্মাণ করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এতে ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা শিমলা।
সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। ইতোমধ্যে ফেরদৌসের অংশের শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। পুরো সিনেমার আর অল্প কিছু অংশের শুটিং বাকি রয়েছে।
মূলত সিনেমায় পদ্মাপাড়ের মানুষের জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। আর এতেই নৌকা ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, ‘অন্তর্ধান’ সিনেমাতে কাজ করেছি। দুটি সিনেমা প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
ফেরদৌস আরও বলেন, দখিন দুয়ার’ সিনেমার গল্পটা আমার ভালো লাগায় কাজটা করতে রাজি হয়েছি। সেই সঙ্গে দর্শকদের ভালো লাগবে বলে আশাব্যক্ত করেন তিনি।

