
স্টাফ রিপোর্টার:
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার তত্ত্বাবধানে দুইটি পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গত ২৭-০৫-২০২৩ তারিখ বিকাল সন্ধ্যা ০৬.১০ ঘটিকায় সময় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ টুমচর চৌমুহনী আঃ রাজ্জাক এর চা দোকানের সামনে পাকা রাস্তা উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ (২৮), পিতা- কাশেম হাওলাদার, মাতা-জাবেদা খাতুন, থানা ও জেলা- ভোলাকে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আজ ২৮-০৫-২০২৩ তারিখে দুপুর ১২.১০ ঘটিকার সময় এসআই শামীম সরদার ও এসআই রিপন মুড়ি সঙ্গীয় ফোর্সসহ ভোলা দক্ষিণ আইচা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপর দুই আসামী মোহাম্মদ বাবুল (৩৪) ও মোঃ ইউনুস (২৬) নামক দুই যুবককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.