
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আজ ২৯ শে মে রোজ সোমবার ভোলায় "বিশ্ব স্বাস্থ্যবিধি দিবস" পালিত হয় । এবারের প্রতিপাদ্য "২০৩০ সালের মধ্যে মাসিক জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করতে আমরা প্রতিঙ্গাবদ্ধ "এই প্রতিপাদ্যক সামনে রেখে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস দিবসটি উপলক্ষ্যে সােমবার ভােলার শিল্পকলা একডেমি প্রাঙ্গনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিন ব্যাপী আয়ােজনের মধ্য ছিলাে কিশাের- কিশোরী সমাবেশ,বর্ণাঢ্যর্যালি, বিতর্ক প্রতিযােগিতা, নাটক,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় "সাজেদা ফাউন্ডেশন" এই অনুষ্ঠানের আয়ােজন করেন।
সোমবার সকালে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে ভােলা জেলার বিভিন্ন মাদ্রাসা-স্কুলের কিশাের- কিশােরীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা,কিশাের- কিশোরী ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এক আলোেচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় ভােলা সদর উপজেলার নির্বাহী অফিসার মােঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান,ভোলা সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ,জনস্বাস্থ্য প্রকৌশলী ভােলা জেলার সহকারী প্রকৌশলী মােস্তফা কামাল, ডাঃ মােসাম্মদ টুম্পা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্যাকনিক্যাল স্পেশালিষ্ট শহীদুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার (কমিউনিকেশন) তাহমিনা আক্তার।
কিশােরীদের মধ্যে বক্তব্য দেন চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আসমা আক্তার প্রমূখ। দিনব্যাপী আয়ােজনে ভােলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীসহ শিক্ষক, অভিভাবকরা এতে অংশ গ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.