
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আজ ২৯ মে রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মাইনুদ্দিন হাওলাদার , প্রিন্সিপাল শাহে আলম মডেল কলেজ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.