
মোঃশাহাদাত হোসাইন, শরণখোল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক বিআরডিবির উপ-পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান (৬৫) কে লাঞ্চিত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৯ মে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজৈর বাসস্টান্ড সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাজৈর বাসস্টান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত লাল মিয়া হাওলাদারের পূত্র সাবেক বিআরডিবির উপ-পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান এর সাথে প্রতি পক্ষ তার আপন ভগ্নিপতি একই এলাকর বাসিন্দা মৃত মৌলভী সেকান্দার হাওলাদারের পূত্র মোঃ সুলতান হাওলাদার ওরফে সুলতান কাজীর সহিত জমি-জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।
গত ২৯ মে সকালে ওই জমির সীমানা নির্ধারনের কাজে আসেন আমিনুর রহমান । এসময় কথার কাটাকাটির এক পর্যায় সুলতান কাজী আমিনুরের উপর চড়াও হয় এবং কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘত করে। এতে তিনি আহত হন। পরে আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমিনুর রহমান শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান। এ ব্যাপারে সুলতান কাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় কথার কাটাকাটি হয়েছে তবে মারা-মারির কোনো ঘটনা ঘটেনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.