
আশিকুর রহমান,কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নামে এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর এক অভিযোগের খবর পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, কলমাকান্দা খারনৈ ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আমজাদ হোসেন নামে কোন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়নি। তিনি প্রতারণামূলক ভারতের এক সেনাবাহিনীর লেন্স নায়ক মুক্তিযুদ্ধে নিহত হওয়া ব্যক্তির নাম ও তালিকার মাধ্যমে মন্ত্রনালয় কর্তৃক জাল জালিয়াতি কাগজপত্র সৃজন করিয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ভাতা উত্তোলন করিয়া আসিতেছেন।

যখন এই প্রতারণার বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধাদের দৃষ্টিতে আসে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন বরাবরে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয় কিন্তু আদৌ ভাতা উত্তোলন বন্ধ হয়নি বিধায় হতাশ হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা দূর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ বরাবর শরণাপন্ন হয়ে আরেকটি অভিযোগপত্র দায়ের করেন ২৫ শে মে উপজেলা প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম এর স্বাক্ষরিত।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, বিকাশ চন্দ্র বৌমিক, কোম্পানী কমান্ডার এমদাদুল হক তাং, ডেপুটি কমান্ডার আঃ জব্বার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস সহ আরো অনেকেই বলেন, আমরা হতাশ! রক্তে রঞ্জিত হয়ে স্বাধীনতা এনেছি কেউ প্রতারণা করার জন্য নয়, এত বড় প্রতারণা আমরা মেনে নিতে পারিনা, এতে আমাদের সম্মানহানী হয়, আমরা তার মুক্তিভাতা বন্ধসহ উপযুক্ত বিচার চাই।
এখানে উল্লেখ্য যে, এই প্রতারণার বিষয়টিকে কেন্দ্র করে কিছুদিন আগে বিভিন্ন জাতীয় দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত হয় ভূয়া মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.