সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে “দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে সততা সংঘের মেধাবী ছাত্র/ছাত্রীদের সততা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে উপজেলায় বাছাইকৃত ২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান,সততা স্টোর পুনরুজ্জীবিত করণের লক্ষ্যে অর্থ প্রদান এবং দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন,দুর্নীতি প্রতিরোধ কমিটি ও চন্দনবাড়ী এস এ বালিকা উচ্চ বিদ্যালয় মনোহরদীর আয়োজনে চন্দনবাড়ী এস এ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, ঢাকা এর পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোজাহার আলী সরদার উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর, মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শহীদুর রহমান, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো.বশিরুল ইসলাম,মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আনিসুর রহমান মানিক প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন চন্দনবাড়ী এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান,মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মনোহরদী উপজেলায় বাছাইকৃত সততা স্টোরের ২জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান,৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা এবং ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ফকির।

