
মোঃ মুক্তাদির হোসেন (কালিগঞ্জ) গাজীপুর প্রতিনিধি:
একটি নতুন সকালের শুভ বার্তা নিয়ে নতুন কে স্বাগত জানাতে আবেগ আপ্লুত মনে ক্যালেন্ডার পাতায় আরেকটি নতুন বছরের শুভ অপেক্ষায় সেই মহেন্দ্র ক্ষন আজ পহেলা জুন, এই দিনে মা বাবার কোল আলোকিত করে যে মানুষ টির জন্ম সে মানুষটি হলো সাংবাদিক এর প্রিয় ব্যক্তিত্ব পজিটিভ বাংলা টিভি সহ -সম্পাদক আব্দুল মতিন খাঁন।
আজ সকালে বিভিন্ন লোকের শুভেচ্ছা বর্তায় সিক্ত হলেন সাংবাদিক আব্দুল মতিন খান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন বোয়ালী গ্রামের মোঃ মোস্তফা খান ও মোসাঃ মনোয়ারা বেগম এর তৃতীয় সন্তান মোঃ আব্দুল মতিন খান ০১ লা জুন এই দিনে জন্মগ্রহণ করেন।
জন্ম ০১/০৬/১৯৭৭ইং বোয়ালী গ্রামে জন্ম গ্রহন করেন। ৪৭ তম জন্ম দিন উপলক্ষে পজিটিভ বাংলা টিভির পক্ষ থেকে সম্পাদক মোঃ বিল্লাল হোসেন শুভেচ্ছা বার্তা জানান, বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রিয় মানুষ টিকে জন্ম দিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানান।
মতিন খাঁন কে কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু ও জন্মদিন এর শুভেচ্ছা জানান।
বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:মুক্তাদির হোসেন, দৈনিক ডাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্ট জাকারিয়া আল মামুন ও আব্দুল মতিন খান কে শুভেচ্ছা জানান।
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত,সভাপতি ৩ নং ওয়ার্ড (বতর্মান ৭,৮,৯) ১৯৯১ ইং তুমলিয়া ইউনিয়ন শাখা ছাত্র লীগ,রুপগঞ্জ নারায়ণগঞ্জ (বর্তমান কালীগঞ্জ )
সাংগঠনিক সম্পাদক,কালীগঞ্জ শ্রমিক কলেজ (বর্তমান সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ) শাখা ছাত্রলীগ ১৯৯৬ ইং, ভি পি, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র সংসদ ২০০০-২০০১ ইং(বর্তমান সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ) সহ-সভাপতি কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ ২০০১ ইং,২০১৫ সাল থেকে( বতর্মান (সদস্য -কালীগঞ্জ উপজেলা শাখা যুবলীগ) ।
বর্তমানে তিনি জনপ্রিয় নিউজপোর্টাল পজেটিভ বাংলা টিভির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুভ হোক আব্দুল মতিন খাঁন ৪৭ তম জন্ম দিন, শুভ হোক আপনার আগামীর পথ চলা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.