ওমর ফারুক
প্রাক্তন
লেখক: সাদেকা তামান্না নিপা
অনেক দিন দেখা হবে না
আবার হঠাৎ একদিন দেখা হবে।
চামড়ায় ভাঁজ পড়বে,
দৃষ্টিশক্তি কমে যাবে,
ঝাপসা চোখে চোখ পড়বে।
মনে হবে এটাই কি সেই তুমি?
কেমন আছ? বুড়ো হয়ে যাচ্ছো?
তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন?
হাজার হাজার প্রশ্ন
মাথায় কিলবিল করবে মুহূর্তেই।
অনেক কিছু জানার আগ্রহ নিয়ে কাছে গেলেও
হয়তো কিছুই জানা হবে না আমার।
পরক্ষণেই মনে হবে,
তোমার প্রতি আমার ভীষণ অভিমান,
তোমাকে আমি প্রচুর ঘৃণা করি।
এতো হাজারো দিনের অভিশাপ,
এতো বছরের ঘৃণা,
কেমন যেন দূরে সরে যাবে,
মনে হবে তোমাকে এক পলক দেখার
আনন্দের চেয়ে ঘৃণা আমার কাছে মূল্যহীন।
ভীষণ মায়া হবে,
নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হবে,
যদি আমি পাশে থাকতাম তবে নিশ্চয়ই
এতো দ্রুত তোমাকে বুড়ো হতে দিতাম না।
এতো অভিমানের ভীড়েও, বয়সের ফ্রেমেও
হঠাৎ হয়ত যৌবনের আমেজে আবার
নিজেকে সেই সময়ে নিয়ে যেতে চাইবো।
আবারও তেড়ে এসে ভর করবে প্রেম।
পাঠিয়েছেন: আশিকুর রহমান,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি।

