
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গতকাল ০১ জুন বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নের রামরামসেন গ্রামের জোনার মোড় ঈদগা মাঠে এ সামাজিক সম্প্রীতি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণির, বিভিন্ন বয়সের,বিভিন্ন পেশাজীবীর শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশা যেমন- যুব নারী-পুরুষ, কৃষক নারী-পুরুষ, আদিবাসি, হরিজন, প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায়সহ অন্যান্য যেসব মানুষ আছেন তাদের অভিজ্ঞতা শেয়ারিং এর অংশ হিসেবে উক্ত কার্যক্রম জাগ্রত ইয়ূথ গ্রুপের সদস্যরা উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর ওমেন ইনিশিয়াটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সহযোগিতায় বাস্তবায়ন করছে।
প্রবীন ব্যক্তিবর্গের গল্প বলা,উপস্থিত বক্তৃতা ও অভিজ্ঞতা বর্ণনা ইত্যাদির মাধ্যমে যাতে সামাজিক সম্প্রীতি বজায় রাখা যায়, তার জন্যেই এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন। ক্যাম্পেইনে সামাজিক সুরক্ষার এ বিয়য়গুলো আলোচনায় আসে। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে মানুষের মাঝে ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে একসাথে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল পর্যায়ের মানুষের মতামতে একটি কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন। অনুষ্ঠানটিতে একশনএইড এর ইন্সপিরিটর, জিনাত রহমান মেলোডি, উদয় ইয়ূথ গ্রুপের সদস্য সভাপতি মুন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.