সম্পাদক

নিউজ ডেস্ক:

স্প্যানিশ ক্যাথলিক চার্চগুলোতে সাতশ’রও বেশি শিশু নিপীড়ককে চিহ্নিত করা হয়েছে ৷শুক্রবার চার্চ এই প্রথম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷

১৯৪০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্যাথলিক চার্চগুলোর ঘটনাগুলো নিয়ে তদন্ত করা হয়৷ তদন্তে ৭২৮ জন নিপীড়ক ও ৯২৭ জন ভুক্তভোগীকে চিহ্নিত করা হয়েছে৷

‘‘ক্ষতি যে হয়েছে, তা আমরা স্বীকার করি,” স্প্যানিশ বিশপ কনফারেন্সের মুখপাত্র খোসে গাব্রিয়েল ভেরা বলেন৷

তিনি বলেন, ‘‘আমরা পরিস্থিতির শিকার সবাইকে সাহায্য করতে চাই৷ তাদের সেরে ওঠায় সহযোগিতা করতে চাই৷”

২০২১ সালে বিষয়টি স্পেনে সবার নজরে আসে৷ দেশটির প্রথম সারির পত্রিকা এল পায়েসে এমন ১২০০টিরও বেশি ঘটনার কথা তুলে ধরা হয়৷ মূলত যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও ফ্রান্সের চার্চগুলোর এমন সব ঘটনা নিয়ে আলোচনা শুরু হবার পর এই খবর প্রকাশিত হয়৷

এরপর বেশ কয়েকটি তদন্ত শুরু হয়৷ এমনকি চার্চও নিজস্ব তদন্ত শুরু করে৷ ভেরা বলেন, ‘‘আমরা জানতে চাই, পাদ্রি নির্বাচনে কোথায় ভুল করেছি৷ তাদের প্রশিক্ষণে কোথায় গলদ আছে৷ একজন মানুষ যিনি কিনা নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন, কেমন করে তিনি যৌন নিপীড়ন করতে পারেন৷”

তদন্ত প্রতিবেদনে ঘটনার শিকারদের জবানবন্দি নেয়া হয়৷ প্রতিবেদনে দেখা যায়, ৯৯%-এরও বেশি অভিযুক্ত পুরুষ এবং অর্ধেকেরও বেশি পাদ্রি৷ সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা ঘটে ষাট থেকে আশির দশকের মধ্যে৷ নিপীড়নে অভিযুক্তদের ৬৩ ভাগ মারা গেছেন৷ খবর: ডিডব্লিউ,রয়টার্স