সম্পাদক
মোঃ এস এম আবদুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আছিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। আজ বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেয় গৃহবধূ আছিয়া বেগম। সে সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আছিয়া বেগম উপজেলার মাত্রাই ইউনিয়নের মোফাজ্জল হোসেনের স্ত্রী বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

