
স্টাফ রিপোর্টার:
নওগাঁর রাণীনগরে রেল লাইন পার হবার সময় চলন্ত ট্রেনের নিচে পরে প্রায় ৫৫ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির দেহ তিন খন্ড হয়ে গেছে।
সোমবার (৫জুন) সকাল পৌনে ৯টায় রাণীনগর রেল ষ্টেশন চত্বরে এঘটনা ঘটে। এঘটনায় রেলওয়ে থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার মানিক হোসেন বলেন,সকাল পৌনে ৯টায় রাজশাহী-চিলাহাটিগামী তিতুমির এ·প্রেস ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এসময় ষ্টেশনের একটু অদুরে উত্তর পাশে প্রায় ৫৫ বছর বয়সি এক অজ্ঞাত ব্যাক্তি রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পরে মারা যায়।সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন,ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত ওই ব্যক্তির দেহ তিন খন্ড হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। এছাড়া তার পরিচয় সনাক্তের জন্য কাজ চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.