ওমর ফারুক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। একশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাবের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ, র্যালী, ক্লিনিং ক্যাম্পেইন ও বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ( ৫মে ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রোগ্রাম অফিসার লুৎফর রহমান রাফিন, স্পনসর্শিপ অফিসার বিমল চন্দ্র মন্ডল একশনএইড এর ইন্সপিরিটর জিনাত রহমান মেলোডি।
গাছের চারা বিতরণ শেষে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) উপজেলা কার্যালয় হতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর ইয়ুথ হাবের সদস্যরা “সবাই মিলে করি পণ বন্ধ করি প্লাস্টিক দূষণ “স্লোগানে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক অপসারণ করেন। এসময় পরিবেশ দূষণমুক্ত রাখতে জনসচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়।
এরপরে উপজেলার ব্রাক মোড়ে ” গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” স্লোগানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংস্থাটির প্রোগ্রাম পার্টিসিপেন্টদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হবে। প্রথম দিনে ১৯৫ টি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

