
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
"সবাই মিলে করি পণ," বন্ধ হবে প্লাস্টিক দূষণ " প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীর মনোহরদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,মনোহরদী থানার ওসি তদন্ত গোবিন্দ কুমার,চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান শাহীন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের একশরও বেশি দেশে ৫ জুন বিশ্বে পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষিত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.