ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকার থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বিবস্ত্র অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। গাড়িটি এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। নিহত পুরুষের নাম দেলোয়ার (৫৩) ও নারীর নাম রানী (৪১) বলে জানিয়েছে পুলিশ।
এইচএম আজিমুল হক জানান, বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দেলোয়ার পঞ্চাশোর্ধ্ব আর রানী চল্লিশোর্ধ্ব নারী। নিহত দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। মরদেহ দুটি প্রাইভেটকারেই ছিল। বর্তমানে তাঁদের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

