ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নিহতের বাবাকেও পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৬জুন) রাতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আকুল ইসলাম। তিনি ওই এলাকায় মোহাজ্জেল হোসেনের ছেলে। আহত অবস্থায় মোহাজ্জেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মোনেজ নামে এক যুবক মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে নানা আসাদের বাড়িতে থাকেন। মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে তার সঙ্গে প্রতিবেশী আকুলের ঝগড়া হয়। এতে ক্ষুদ্ধ হয়ে মোনেজ প্রথমে ধারালো ছুরি নিয়ে আকুলকে আঘাত করে এবং এরপর মারধর করে। এতে ঘটনাস্থলেই আকুলের মৃত্যু হয়।
এদিকে, ছেলে বাঁচাতে গেলে মোনেজ ও তার সহযোগিরা আকুলের বাবা মোহাজ্জেল হোসেনেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মোনেজ পালিয়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় মোহাজ্জেল হোসেনকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোনেজকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।

