ওমর ফারুক
আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায় টানা গ্রীষ্মের তীব্র অবর্ণনীয় তাপপ্রবাহ চলছে। একদিকে অসহনীয় তীব্র দাবদাহ, অন্যদিকে বিরতিহীন লোডশেডিং এ দুয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ মানুষজন। দেখা দিয়েছে হিট স্ট্রোক।
জানা যায়, গতকাল বোধবার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রৌশন-আরা নামে একজন শিক্ষকা বিদ্যালয় প্রাঙ্গনে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে আসে,এখনো চিকিৎসাধীন আছেন তিনি।
এ বিষয়ে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিদ্যা মিয়া বলেন, সাধারণ মানুষ হিস্ট্রো কী বুঝে না। এই হিট স্ট্রোকের ভয়াবহতা সম্পর্কে বেশির ভাগ মানুষ সচেতন নয়। হিট স্ট্রোকে হলে দ্রুত সময়ে বিপদ ঘটতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই শিশু থেকে বয়স্ক সবাইকে গরম থেকে সতর্ক থাকতে হবে।’ না হলে অতি মাত্রায় গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে যায়।
এই তীব্রদাবদাহের কারণে কয়েকদিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা তিনদিন এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরীর সই করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।

