ওমর ফারুক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

৬ ও ৭ জুন কুড়িগ্রামের ফুলবাড়িতে দুই দিনব্যাপী উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথহাব ফুলবাড়ী আয়োজনে ট্রেনিং অন এগ্রো ইকোলজি এন্ড পাবলিক সার্ভিস ফ্যাসিলিটিজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছাঃ নিলুফা ইয়াসমিন। এছাড়াও মোছাঃ তানিয়া খাতুন, শাপলা রায়, মোঃ ফারুক মিয়া প্রশিক্ষণ প্রদান করেন।

দুই দিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মোছাঃ জিনাত রহমান মেলোডি ইনেন্সপিরিয়েটর একশনএইড বাংলাদেশ ও মোঃ মাহফুজুর রহমান লোকাল ইয়ুথহাব ফুলবাড়ি। প্রশিক্ষণটিতে ১০ জন মেয়ে, ১৩ জন ছেলে উপস্থিত ছিল। প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষি উদপাদন, কিভাবে কৃষি আধুনিকায়ণ করা যায় এ ব্যাপারে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার বলেন এটি একটি ভালো উদ্যোগ। এরকম প্রশিক্ষণ যুবদের মাঝে দিলে যুব উদ্যোক্তা তৈরি করা যাবে।