ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

আজ বুধবার ৭ জুন ২৩ ইং বিকালে পাইকারচর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভুইয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পাইকারচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম,যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মাসুম মোল্লা এর নেতৃত্বে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার সহধর্মিণীসহ ৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যার বানোয়াট ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাইকারচর ইউনিয়ন যুবদল।

এসময় বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের ৭.৮ ও ৯ নং ওয়ার্ড প্রদিক্ষণ করে পুরানচর বাজারে এসে সমাবেশ করে শেষ হয়।বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ রানা মিয়া,পাইকারচর ইউনিয়নের সাবেক ছাত্রদল সহ সভাপতি মোঃ এনামুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অলি আহাম্মেদ, জাসাস এর সভাপতি মোহাসিন, সাধারণ সম্পাদক ইছহাক মিয়া যুবদল নেতা শাহজাহান, শ্রমিক দলের সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তাঁতি দলের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, ছাত্রদল নেতা আরিফুলসহ প্রমুখ।

উল্লেখ্য, নরসিংদীতে বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক মাঠে বিচরণ করছে অস্থিরতা। এই অস্থিরতায় ঝড়ে পড়লো কয়েকটি তাজা প্রাণ। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নরসিংদী শাখার সাবেক জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম ও আশরাফুল ইসলাম এর রাজনৈতিক মৃত্যু ছিল নরসিংদীর জন্য ভয়াল অধ্যায়।

প্রসঙ্গ: গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের (আংশিক) জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর হতেই প্রকাশ্যে শুরু হয় তাদের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা। দফায় দফায় মিছিল মামলা হামলার মাধ্যমে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করতে থাকে পদবঞ্চিত দলের সমর্থকরা।

গত ২৫ মে বৃহস্পতিবার বিকালে পদবঞ্চিত পক্ষের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে জেলা কার্যালয়ের কাছাকাছি আসলে ছাত্রদলের ২ পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে ২ ছাত্রদল নেতা গুলিতে নিহতের ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয় নিহতের পরিবারের পক্ষ হতে। এসময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় খুনের মামলায় তাদের নাম আনায় তীব্র নিন্দা প্রস্তাব জানান।