
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৭ জুন ২০২৩ইং তারিখে ফুলপুর উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়। মাননীয় প্রতিমন্ত্রী এসময় ফুলপুর হাসপাতাল, উপজেলা পরিষদ পরিদর্শন, শিক্ষা কমিটির সভায় অংশগ্রহণ এবং দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০০০০হাজার করে টাকার সরকারি সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার চেয়ারম্যান আতাউল করিম (রাসেল)এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল।ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন। উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন।
এছারা আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার ও ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.