
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার ডোমার উপজেলার চিলাহাটি খানকায়ে শরীফ ময়দানে বৃষ্টির জন্য নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করছে মুসল্লীরা।
আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ সেই সাথে যুক্ত হয়েছে লোডশেডিং সবমিলিয়ে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ হাজির হন চিলাহাটি খানকায়ে শরীফ ময়দানে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয়। দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা একরামুল হক।
দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন নামাজে অংশ নেওয়া মাওলানা আব্দুল খালেক বলেন, ‘এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি না হলে মানুষ ও প্রাণিকূল চরম সঙ্কটে পড়বে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.