সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য মাদ্রাসা মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুস্থ ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ম্যানেজিং কমিটির ৩ টি অবিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২১৯ জনের মধ্যে পুরুষ ভোটার ২১৩ জন এবং মহিলা ভোটার ৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দাখিল স্তরে এতে ১১১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন এরশাদুল হক,৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন ইয়াসিন আলী এবং ৭৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন একরামুল হক।
জাতীয় নির্বাচনের মতই ভোটগ্রহণ দেখতে এলাকার শত শত আবালবৃদ্ধবনিতার ঢল নামে মাদ্রাসার মাঠ ঘিরে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি জানিয়েছেন অত্র মাদ্রাসার সুপার আবেদ আলী, এদিকে সুষ্ঠ সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। জীবনের প্রথম জাতীয় নির্বাচনের আদলে মাদ্রাসার ভোট গ্রহণ দেখে অনেকেই আবার তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

