
ফিরোজ আলম, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগতি পৌরসভাটি গঠিত হয় ১৯৯৮ সালে। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে পৌরকর বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন পয়োনিষ্কাশনের ব্যবস্থা গড়ে ওঠেনি এখানে। গণশৌচাগার অবস্থা বেহাল। আলেকজান্ডার বাজারের সড়কগুলো সরু ও বেহাল। সামান্য বৃষ্টিতে তলিয়ে বড় বড় গর্ত ও দুর্ভোগ সৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
আর সেবার মান চলছে পুরনো আদলেই। উপজেলার সবচেয়ে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ হলো আলেকজান্ডার বাজার। রামগতি-লক্ষীপুর প্রধান সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া বাজারটিতে দৈনন্দিন হয় কোটি কোটি টাকার লেনদেন। তবে ব্যবসায়ীসহ পৌরবাসীর ভাগ্যের তেমন কোন পরিবর্তন দেখা যায়নি। নাগরিক সুযোগ-সুবিধা না পাওয়ার ক্ষোভে তারা কষ্টের কথা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) লেখেন। ফেসবুকে কষ্টের কথা লেখালেখি করলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন দেখা যায়নি।
এ রাস্তাটিসহ আরও দু-একটি রাস্তার বিভিন্ন জায়গায় ড্রেনের ওপরের ঢাকনা অধিকাংশ জায়গায় ভেঙে পড়ে আছে অনেকদিন ধরে। কিন্তু এগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কোনো কোনো স্থানে নতুন ঢাকনা দিলেও সেগুলো অল্প সময়ের মধ্যেই আবার ভেঙে যাচ্ছে। ফলে পথচারীরা চলাচলের সময় অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
এ ছাড়া কাঁচাবাজা ও সোনালীব্যাংকের সামনে থেকে শুরু করে পূর্বপাশে অনেক জায়গাজুড়ে রাস্তার ওপরে রয়েছে বেশকিছু দোকানপাট। এসব দোকানপাট থাকার কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি মানুষজন হাঁটাচলাও করতে পারেন না অনেক সময়। অপরদিকে বাজারে ঢোকার রাস্তার দুপাশে সারি সারি দোকান থাকার কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
আলেকজান্ডার বাজার ব্যবসায়ীদের জন্য বাজারে ৩ টি টয়লেট থাকে সেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।এ ছাড়া ওই স্থানে সড়কের দুই পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হয়। ফলে দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন।
পৌরবাসী প্রাতুস জানান, যে কোন পৌরসভা গড়ে তোলার আগে সুদুরপ্রসারী পরিকল্পনা ও নকশা করা দরকার। যা এখানে অনুপস্থিত। অথচ পরিকল্পনামোতাবেক গড়ে উঠলে মেঘনানদীরের তীরের এ বাজারটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠত।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.