
মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ পৌরসভা শাখার কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ১০/০৬/২০২৩ইং রোজ শনিবার বিকাল ৩:৩০ মিনিটে কালীগঞ্জ আজাদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়।
মানবতাবাদী মুহাম্মদ নোমান এর সভাপতিত্বে মামুনর রশিদ এর সঞ্চলনায় আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠন এর দপ্তর সম্পাদক সাদেকুর রহমান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ পৌরসভার প্রধান উপদেষ্টা আজাদ ফারুক উদ্দিন আহমেদ এর রোগমুক্তি কামনা এবং সাবেক নির্বাহী সভাপতি মরহুম মানবতাবাদী আতাউর রহমান এর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের শেষে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ পৌরসভার সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক),সহ সভাপতি, শামীমা মুক্তা খুশি খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিয়ারা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহরাব আলী সরকার, মো: মোস্তাক আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক শেখ মাহবুব আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ আশাদুল হক (শামীম), মো: কুতুবউদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ,স্হানীয় সরকার সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন (মাসুম)যুগ্ম আইন বিষয়ক সম্পাদক, এড: আনিসুল হক ফারহান, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আবদুল আহাদ, নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, শিউলি আক্তার।
বক্তারা বর্তমান সময়ে মানবাধিকার কর্মী দের প্রয়োজনিয়তা আলোচনা পূর্বক অসহায় মানুষের পার্শ্বে থাকার প্রয়োজনিতা উল্লেখ করেন, সকলকে ধন্যবাদ দিয়ে সভাপতি আলোচনা সভা শেষ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.