
নিউজ ডেস্ক:
রোববার (১১ জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন জামায়াতসহ যেকোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ করার অধিকার রাখে।
জামায়াতের সমাবেশ করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে। জামায়াত তো নিষিদ্ধ দল নয়।
হাছান মাহমুদ বলেন, শনিবার সমাবেশে থেকে জামায়াত নেতারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো আসলে বিএনপির বক্তব্য। সমাবেশ থেকে জামায়াত নির্বাচন প্রতিহত করার কথা বলেছে। যেমনটা করে তারা ২০১৪ সালে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতি পুনরাবৃত্তি করতে দেবে না। তাদের (জামায়াত) সুযোগ দিলে তারা কী করতে পারে, সেটি গতকাল তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। এটি পরিষ্কার করারও প্রয়োজন ছিল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এ সময় সব রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করাটা স্বাভাবিক। কিন্তু বিএনপি-জামায়াতের উদ্দেশ্য তা নয়।
তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.