
মো. সেলিম মিয়া ,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
শেখ হাসিনা হচ্ছে শক্তিশালী হ্যাজাক বাতি। বাতি জালালে ঘর আলো হয়, পোকা মাকড় আসবে, আসাটাই স্বাভাবিক। তাই হ্যাজাক বাতিকে বাঁচিয়ে তথা শেখ হাসিনাকে বাঁচিয়ে পোকা মাকড় ধ্বংস করতে হবে। আমি মিন্টুকে বলে যাচ্ছি শেখ হাসিনাকে বাঁচিয়ে, আলোর বাতি রক্ষা করে, মিন্টু ফুলবাড়িয়াতে পোকা মাকড় ধ্বংস করে দিবে এবং দুর্নীতি বিরুদ্ধে রুখে দাড়াবে।
বিএনপির হাতে উন্নয়নের কোন ফরমুলা নেই। কোনো জাদুর কাঠি নেই দুর্নীতি, বৈষম্য ও দলবাজি কামানোর । ওরা (বিএনপি-জামাত) যখন ক্ষমতায় ছিল, তখন প্রত্যেক নেতার পিঠে দুর্নীতির ছাপ ও হাতে দলবাজির রক্ত ছিল। তাই শেখ হাসিনার কোন বিকল্প বিএনপি জামাত হতে পারে না। বাংলার জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়, যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ ঠেকাতে পারবে না- বিএনপি নির্বাচনের আগেই ক্ষমতা নিশ্চিত করতে চায়। বিএনপি জামায়াত, রাজাকার উৎপাদনের ফ্যাক্টরি, তাদের কাছে কিসের যাদুর কাঠি আছে, যা দিয়ে তারা নিত্য পণ্যের দাম কমাবে, বিদ্যুৎ সংকট সমাধান করবে? বিএনপি সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটা কথা বলে হাসিনা যাও, হাসিনা যাও, হাসিনা যাও। বিদ্যুৎ সংকটের সমাধান কিভাবে হবে, রাস্তাঘাটের উন্নয়ন কিভাবে চলবে, চাল ডাল নিত্য পণ্যের দাম কিভাবে কমবে, তার কোন সমাধান নেই।
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি রাজাকার ছাড়ে না, জঙ্গি ছাড়ে না, জামায়াত ছাড়ে না, দুর্নীতি অপরাধীদের দল থেকে বহিস্কার করে না, আমি মনে করি বিএনপি গণতন্ত্রের কথা বলার আগে, নির্বাচনের কথা বলার আগে, জামায়াত জঙ্গি ছাড়! তারপর গণতন্ত্রের কথা বল। আর যদি জামায়াত-জঙ্গি রাজাকারকে বগলে রাখো, তাহলে রাজনীতির মাঠে আমি ইনু ঢুকতে দিবো না।
গতকাল শনিবার বিকালে ফুলবাড়িয়া কলেজ মাঠে জাসদের জনসভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধান অতিথি হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্য অভিনেতা নাদের চৌধুরী, প্রধান বক্তা জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম। ফুলবাড়িয়া উপজেলা জাসদ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম বিএসসি এর সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাস্টার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.