
স্টাফ রিপোর্টার:
বিয়ের দিন পালিয়ে যান বর। এদিকে কনে পক্ষের সব আয়োজন সম্পন্ন। বর পালিয়ে যাওযায় পণ্ড হয়ে যায় বিয়ে। বধু বেশে বিয়ের কনে থানায় গিয়ে করেন ধর্ষণের অভিযোগ। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
আর এদিকে অভিযোগের পর নাস্তানাবুদ বরপক্ষের লোকজন। থানায় অভিযোগ এরপরেই ছেলে পক্ষের লোকজন পুনরায় যোগাযোগ করে কনেপক্ষের সাথে, আবারও ঘটা করে আয়োজন করা হয় বিয়ের। এবার বর আর পালিয়ে যায়নি। আট লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে সেই বর।
এমনি ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে। গত সোমবার (১২ জুন) রাতে বিয়ে সম্পন্ন হয় তাদের। কনের পরিবারের সদস্যরা জানান, বিয়ের আগে বর-কনের প্রেমের সম্পর্ক ছিল পাঁচ বছরের। তরুণী একটি পোশাক কারাখানায় চাকরি করেন।
সেখানে যাতায়াত ছিল ওই যুবকের। পরে উভয় পরিবারের সম্মতিতে গত (১০ জুন) শনিবার ছিল বিয়ের দিন-তারিখ। তবে বিয়ের আগ মুহূর্তে আসর থেকে পালিয়ে যান বর। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন কনে। পরেই আবার নতুন করে বিয়ের ব্যাবস্থা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, অনেক কাজের মধ্যে এটা পুলিশের একটা সফলতা। বিয়ের দিন পুলিশের লোকজন উপস্থিত ছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.