
আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় লরি চাপায় ৫ম শ্রেনীর এক ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ুয়া ছাত্র অর্গ সাহার লরি চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, সে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের ঔষধ ব্যবসায়ি ক্ষীরদিশ সাহার ছেলে। নিহত অর্গ সাহা বাবার দোকানে বাই-সাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে সামনে থাকা লরির নিচে পড়ে গেলে লরির চাকায় পিষ্ট হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) জানান, বিষয়টি মর্মান্তিক! আমরা ওই বেপোয়ারা লরি ও অটোরিকশার সন্ধানে আছি, মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.