
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, কাজী, ইমাম পুরোহিত, শিক্ষক, সমাজের প্রতিনিধি, ইয়ুথ গ্রুপ সদস্য, নারী দলের প্রতিনিধিদের নিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহ হ্রাসকরণে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অ্যাকশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ওমেন ইনিশিয়াটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর বাস্তবায়নেেএ ডায়লগ অনুষ্ঠিত হয়। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া সোহেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএসএস এর প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন, স্পন্সরশীপ অফিসার বিমল চন্দ্র মন্ডল। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিগণ ইমাম কাজী প্ররোহিত বাল্যবিবাহ রোধে মতামত প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.