
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২২-২৩ অর্থ বছরে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার মোট ২৫ কেজি উপকরন বিনামূল্যে রোপা আমান ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কোয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার, কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.